খুলনা আর্টিস্ট ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনা: খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা আর্টিস্ট ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গত শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সম্মানিত কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি তাঁর বক্তব্যে শিল্পী সমাজের প্রশংসা করে বলেন, “শিল্পীরাই সাধারণ কথাকে অসাধারণভাবে উপস্থাপন করে মানুষের হৃদয়ে পৌঁছে দেন। শিল্প মানেই মনন ও মানবিকতার সমন্বয়।”
তিনি তরুণ শিল্পীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি যেকোনো একটি দক্ষতা অর্জনের আহ্বান জানান এবং বলেন, “নিজেকে দক্ষ করে তুলতে পারলেই জীবনের প্রতিটি পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
-
উপ আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, জনাব মামুন আক্তার
-
প্রাক্তন জাতীয় ফুটবলার ও সাবেক বাফুফে সভাপতি, জনাব শেখ মোঃ আসলাম
-
উপস্থাপক ও নাট্যশিল্পী, জনাব সৈয়দ ইসমত তোহা
-
কণ্ঠশিল্পী ও সুরকার, জনাব জয়দেব চক্রবর্তী
সহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিশু শিল্পীরা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













