নরসিংদীতে ছাত্রশক্তির যুগ্ম আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
নরসিংদী থেকে প্রতিবেদক
সদ্য গঠিত নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহবায়ক খন্দকার তারেক হাসানের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা অভিযোগ করে বলছেন যে, তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় অর্থ আদায় করেছেন — যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে দাবি করা হয়, এর আগেও একই রকম অভিযোগের সূত্র দেখা গেছে। অভিযোগসংক্রান্ত মন্তব্য জানতে অভিযুক্তকে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
জেলা ও কেন্দ্রীয় স্তরের ছাত্রশক্তি নেতারা বিষয়টি গুরুত্ব নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। শহরের কয়েকজন নেতা বলেন, “সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করলে সংগঠন কোনোভাবেই তা মেনে নেবে না — অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” অপরদিকে এক নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় নেতা জানান, প্রমাণিত হলে শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম দমন করা সম্ভব হবে এবং জনগণ নিরাপদে বাস করতে পারবে।













