ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ১ জন আটক
ভোলা উপজেলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা (বাজারমূল্য প্রায় ১২,৫০০ টাকা) ও ১৫০ গ্রাম গাঁজা (বাজারমূল্য প্রায় ৪,৫০০ টাকা) জব্দ করা হয়। পরে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য ভোলা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













