
তরুণদের দক্ষতা, সততা ও নেতৃত্ব দিয়েই গড়ে উঠবে নতুন পঞ্চগড়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস। তিনি বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। পঞ্চগড়ের উন্নয়ন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষিত, দায়িত্বশীল ও উদ্যোগী তরুণদের উপর।”
ইঞ্জিনিয়ার আবু কায়েস জানান, জাতীয় যুব শক্তির উদ্যোগে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তরুণ নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে। এই তরুণরা সমাজের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করবে এবং স্থানীয় উন্নয়ন, শিক্ষা, কৃষি ও উদ্যোক্তা বিকাশে ভূমিকা রাখবে।
তিনি বলেন, “আমরা চাই তরুণরা শুধু চাকরি প্রার্থী না হয়ে নিজেরাই কর্মসংস্থান তৈরি করুক। আধুনিক প্রযুক্তি, কৃষি উদ্ভাবন ও সামাজিক নেতৃত্ব—এই তিন খাতে তরুণদের এগিয়ে নিতে কাজ চলছে।”
ইঞ্জিনিয়ার আবু কায়েস আরও বলেন, “তরুণরা শুধু ভবিষ্যতের নয়—তারা আজকের পরিবর্তনের চালিকাশক্তি। দায়িত্ব, সততা ও ঐক্যের মাধ্যমে আমরা নতুন পঞ্চগড় গড়ব।”