গাজীপুরের বারবার ট্রেন দুর্ঘটনা, চাঞ্চল্যের সৃষ্টি এলাকাজুড়ে
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ।
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে, এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ। মাত্র দুই দিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন দুইজন।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর, রবিবার রাতে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃষক জালাল উদ্দিন (৪৫) চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। প্রথমে তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই রাতে শ্রীপুর স্টেশন এলাকার পাশেই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এর আগেও চলতি বছরের ১৩ মার্চ একই স্টেশনের দক্ষিণ পাশে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে খায়রুল ইসলাম সুজন (৩৫) নামে এক যুবক প্রাণ হারান।
অল্প সময়ের ব্যবধানে এমন ধারাবাহিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন, স্টেশন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যাত্রীদের অসতর্কতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


																
								
                                    
									
                                
							
							 
                    








												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												
												

