ফরিদপুরের ট্রাফিক পুলিশের অভিযানে ৫০টি অবৈধ মোটরসাইকেল জব্দ
ওবায়দুর রহমান বিশেষ প্রতিনিধি, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে অন্তত ৫০টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সালথায় কর্মরত এক এসআর জানান, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোটরসাইকেল চলাচল করে আসছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এসব যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযান চলমান থাকবে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।