
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১ নভেম্বর) জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
৫ম, ৯ম–১০ম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির মোট ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আসীশ বাবু।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিক সানোয়ার হোসেন সুনু, হুমায়ুন কবির, মোঃ রিয়াজ আহমদ এবং শাহ্ ফুজায়েল আহমদও উপস্থিত ছিলেন।
বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা পরবর্তী জেলা পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ্ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। কিন্তু কেবল শিক্ষিত হলেই চলবে না—নীতি, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠতে হবে মানুষের মতো মানুষ হিসেবে। তবেই তোমরা হবে তোমাদের পিতা-মাতার গর্বিত সন্তান।”