
আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১ নভেম্বর ২০২৫ঃ
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি।
আইজিপি বাহারুল আলম বলেন, “গত নভেম্বর থেকে দায়িত্ব নেওয়ার সময়টা সহজ ছিল না। শুরু থেকেই প্রবল প্রতিকূলতা ও চাপে পড়তে হয়েছে পুলিশ বাহিনীকে। মাঝেমধ্যে এমন কথাও শুনতে হয়— ‘উনি কি আমাদের লোক?’”
তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক সরকার আমাদের অভিভাবক। তাহলে কেন আমরা সেই আস্থা পাচ্ছি না যে, তারা প্রভাব ছাড়াই আমাদের কাজ করতে দেবেন? আমরা চাই, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি স্বাধীন কমিটির অধীনে নেওয়া হোক, যেখানে পুলিশ জনগণের জন্য স্বাধীনভাবে কাজ করবে।”
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আইজিপি আরও বলেন, “মানুষের মধ্যে এতটা ঘৃণা ও ক্রোধ জমা হয়েছিল যে পুলিশ থানা ছেড়ে পালিয়েছে— এমন ঘটনা দীর্ঘ ১৫০ বছরে ঘটেনি। স্বাধীনতা যুদ্ধেও আমাদের পালাতে হয়নি। তাহলে এখন কেন এমন হলো, আমাদের আত্মসমালোচনা দরকার।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো পুলিশকে এই অবস্থান থেকে মুক্ত করবে।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, “মামলা তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে যেন আমার কাছে কোনো রাজনৈতিক নির্দেশনা না আসে। বিধান অনুযায়ী পুলিশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।”
তিনি পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমানোর আহ্বান জানান।