
প্রতিবেদন: তৌহিদ ইসলাম
ঢাকা, ৩০ অক্টোবর: মোহাম্মদপুরে বিএসটিআই-এর মোবাইল কোর্টে ব্লিস লাইভ স্টেশন নামের ব্রেড-বিস্কুট কারখানাকে পণ্য মোড়কজাত নিবন্ধন ছাড়া উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে দ্রুত সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় ডিএমপি পুলিশের সহযোগিতা ছিল।
প্রসিকিউটর ছিলেন মোঃ হাসিবুর রহমান, এবং অবজারভার ছিলেন মাহফুজা আনিকা ইরা।