
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অন্তত ৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল আহম্মেদ বাবু ও আনিচুর রহমান কনক দীর্ঘদিন ধরে একই সামাজিক দলের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি তারা আলাদা হয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শনিবার সকালে মনিকুলের দোকানের সামনে মারামারির জেরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা বর্তমানে মাগুরা সদর হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।