
মো: শাহীন হাওলাদার, ফরিদপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ত্রিমুখী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল ও জামায়াত প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসেনের মধ্যে।
দুজনেই ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন, বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ যদি বিভিন্ন অংশের সমর্থন লাভ করতে পারেন, তবে ফলাফল অপ্রত্যাশিত হতে পারে।
বিশেষ করে তরুণ ভোটাররা এবার চূড়ান্ত ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখতে পারেন। এছাড়া এনসিপি, চরমোনাই, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জিওপি ও সিপিবি সীমিত প্রভাব নিয়ে সক্রিয় থাকলেও আলোচনায় এগিয়ে আছেন শহিদুল ইসলাম বাবুল, মাওলানা সরোয়ার হোসেন ও স্থপতি মুজাহিদ বেগ।