রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের হাতে অর্থসহ কুরআন উপহার দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
মো: শাহীন হাওলাদার | ক্রাইম রিপোর্টার |
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে অর্থসহ পবিত্র কুরআন তুলে দেওয়া হয়েছে। এটি দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ এবং সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফাহিম বিশ্বাস। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, এবং প্রধান অতিথি ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদারুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রশিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রায় ৮৫০ জন শিক্ষার্থীকে অর্থসহ কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।
রাজেন্দ্র কলেজে ৮৫০ শিক্ষার্থীর হাতে অর্থসহ কুরআন
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। এটি দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ। বক্তারা বলেন, শিক্ষার্থীরা এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় জ্ঞান ও চেতনা অর্জন করবে।













