
বিশেষ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান
নীলফামারীতে থাই ভিসার নামে প্রতারণার অভিযোগে দুইজন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিশেষ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ২৫ অক্টোবর রাত ১টার দিকে সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই দুইজনকে আটক করা হয়। এসময় আরও ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ মুন্না ইসলাম (২০), পিতা- মোঃ রবিউল ইসলাম
২. মোঃ সানজিদ রায়হান (২২), পিতা- মোঃ মুনসুর আলী
(উভয়ই ধলাগাছ মাঝাপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী)
উদ্ধারকৃত সামগ্রী:
১টি Vivo Y21 মোবাইল (মোঃ মুন্নার কাছ থেকে)
১টি Oppo A76 মোবাইল (মোঃ সানজিদের trouser pocket থেকে)
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এ মোবাইলগুলো জব্দ করা হয় এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম-ঠিকানা স্বীকার করে।
আইনানুগ ব্যবস্থা:
ঘটনার পর সৈয়দপুর থানায় এফআইআর নং-২৪ ও জি.আর নং-২৩৩, তারিখ ২৫ অক্টোবর ২০২৫ অনুযায়ী সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর বিভিন্ন ধারা এবং পেনাল কোড ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।