
মোহাম্মদ কামরুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি:
২৫ অক্টোবর দুপুর ২টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির চেকপোস্টে তল্লাশিকালে ১৬ লিটার চোলাই মদসহ একটি ইজিবাইক আটক করেছে বিজিবি।
সূত্র জানায়, হ্নীলা থেকে টেকনাফগামী ইজিবাইকটি তল্লাশির সময় মাদক শনাক্তকারী কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ ইজিবাইকের পিছনের সিটের নিচে লুকানো মদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা সেখানে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে।
এসময় ইজিবাইকচালক ও যাত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ইয়াছিন আরফাত, এনায়েত উল্লাহ, আব্দুর রহমান, রাশেদুল করিম নিজাম ও মোহাম্মদ আমিন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মদ ও ইজিবাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।