কামরুল ইসলাম
টেকনাফ প্রতিনিধি
টেকনাফে টমটম ও মিনি টমটম চালকদের ডাটাবেইস তৈরির কাজ জোরদারভাবে চলছে। এই কাজ সম্পন্ন হলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাপ্তবয়স্ক ও প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনের মাধ্যমে কিউআর কোডযুক্ত ছবি সম্বলিত আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাক প্রদান করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং টমটম চালকদের মাধ্যমে সংঘটিত অপরাধ কমানোর লক্ষ্যে এই নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বর্তমানে পৌরসভাসহ সব ইউনিয়নে নিবন্ধন কাজ পুরোদমে চলছে, যা আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চালকদের মাঝে কিউআর কোডযুক্ত আইডি কার্ড এবং ইউনিফর্ম বিতরণ শুরু হবে।
প্রাপ্ত তথ্য মতে, রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কোনওভাবেই টমটম বা মিনি টমটম চালাতে পারবেন না। শুধু নিবন্ধিত, ফি প্রদানকারী এবং বাংলাদেশি প্রাপ্তবয়স্ক চালকরাই এই কার্ড ও নির্দিষ্ট পোশাকের অনুমোদন পাবেন। ডিসেম্বর মাস থেকে নিবন্ধনবিহীন, পোশাক ও আইডি কার্ডবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে।
ইউনিয়ন পর্যায়ে চালকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নিবন্ধন পদ্ধতি ও নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়।
দক্ষিণ হ্নীলা রঙ্গিখালী অটোরিকশা ও মিনি টমটম চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, নিবন্ধনের মাধ্যমে ডাটাবেইস তৈরি হলে রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর সুযোগ থাকবে না। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে ও দুর্ঘটনাও কমবে।
দক্ষিণ হ্নীলা টম ও মিনি টমটম শ্রমিক সমবায় সমিতির সভাপতি আবুল হোছন জানান, আইডি কার্ড ও ইউনিফর্ম নিশ্চিত করা গেলে অনিয়ম ও অপরাধ অনেকটাই কমে যাবে। তিনি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুরুল আবছার বলেন, ডাটাবেইস চালু হলে রোহিঙ্গারা টমটম চালাতে পারবে না। কিউআর কোডযুক্ত আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাকের কারণে চালকদের সহজে সনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণের গুরুত্বও তিনি তুলে ধরেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. এহেছান উদ্দিন বলেন, “ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন এবং নির্দিষ্ট পোশাক ছাড়া কেউ টমটম চালাতে পারবে না। সড়কে শৃঙ্খলা ও অপরাধ দমনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিবন্ধনের পর রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক কেউই আর টমটম বা মিনি টমটম চালাতে পারবে না।”