অবশেষে গুঞ্জন সত্যি হলো—নিয়মিত ব্যর্থতার কারণে নেতৃত্ব হারালেন মোহাম্মদ রিজওয়ান। তার পরিবর্তে পাকিস্তান ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার (২০ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শাহিনের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন অধিনায়ক হিসেবে তার প্রথম দায়িত্ব হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ৪ নভেম্বর থেকে পাকিস্তানের মাঠে।
২০১৮ সালে ওয়ানডে অভিষেকের পর থেকেই পাকিস্তানের পেস আক্রমণের মূল ভরসা শাহিন।
এখন পর্যন্ত ৬৬ ওয়ানডেতে ২৪.২৮ গড়ে ১৩১টি উইকেট শিকার করেছেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৮ উইকেট নিয়ে ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মার।
এর আগে তিনি স্বল্প সময়ের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কও ছিলেন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
রিজওয়ান গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন। তার অধীনে পাকিস্তান শুরুটা দুর্দান্ত করে—
২২ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল দলটি।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় পায় পাকিস্তান।
তবে চলতি বছরের শুরু থেকে দল ব্যর্থতার মুখে পড়ে—
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ না জিতে গ্রুপের তলানিতে থেকে বিদায়।
পরপর নিউজিল্যান্ডে ৩-০ ও ওয়েস্ট ইন্ডিজে ২-১ ব্যবধানে সিরিজ হার, যা রিজওয়ানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে।
অবশেষে ইসলামাবাদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় মাইক হেসন, আকিব জাভেদ ও নির্বাচক কমিটির সদস্যদের উপস্থিতিতে তাকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পিসিবি কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি।