তৌহিদ ইসলাম, ঢাকা
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর শামীমা ইয়াসমিনের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, প্রভাষক পদে তাঁর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ০৭ জানুয়ারি ১৯৯৭ ইং তারিখে। পরীক্ষার উত্তরের শীটের নিচেও এই তারিখ উল্লেখ রয়েছে। তবে তাঁর যোগদানের তারিখ দেখানো হয়েছে ০১ জানুয়ারি ১৯৯৭ ইং, যা পরীক্ষার তারিখের আগের দিন। এটি স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে।
সরকারি বেতন-ভাতা (এমপিও) পাওয়ার তালিকার ১৫ নম্বর ক্রমে তাঁর নাম উল্লেখ রয়েছে, যেখানে ৫ নম্বর কলামে যোগদানের তারিখ দেখানো হয়েছে ০১/০১/১৯৯৭ ইং।
পরবর্তীতে ১৯৯৯ সালে প্রভাষক পদে দুই বছর পূর্ণ হলে চাকরির স্থায়ীকরণের জন্য দাখিল করা আবেদনে তিনি একই যোগদানের তারিখ (০১/০১/১৯৯৭) উল্লেখ করেন। তবে বাস্তবতা হলো, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ০৭/০১/১৯৯৭ তারিখে, যা নিয়ে দেখা দিয়েছে স্বচ্ছতার প্রশ্ন।
একাধিক অভিযোগের ভিত্তিতে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা এসব তথ্য অনুসন্ধান করে প্রকাশ করেছেন।