মংলা প্রতিনিধি: শেখ তাইজুল ইসলাম
বাগেরহাট জেলার মংলা পৌরসভার মুসলিম পাড়ার অসহায় রাবেয়া বেগমের (৪০) পাশে দাঁড়ালেন বাগেরহাট জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা রাবেয়া সম্প্রতি ফোন করে তার সহায়তা কামনা করেন।
তার অনুরোধ পাওয়ার পর শেখ ফরিদুল ইসলাম স্থানীয় নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে সহায়তার ব্যবস্থা করতে নির্দেশ দেন।
রাবেয়া বেগম জানান, “আমার এমন একটি ব্যবসায়িক সহায়তা দরকার, যার মাধ্যমে আমি পরিবারের ভরণ-পোষণ করতে পারি।”
এ প্রেক্ষিতে শুক্রবার (১৮ অক্টোবর ২০২৫) মংলা উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল শিকদারের মাধ্যমে তার কাছে নগদ অর্থ ও কয়েকটি থ্রি-পিস পৌঁছে দেওয়া হয়, যাতে তিনি তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত রাবেয়া বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এ সহায়তা আমার বাঁচার নতুন আশার আলো জ্বালালো। আমি কৃতজ্ঞ লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম স্যার ও তাঁর দলের প্রতি।”
মংলা উপজেলা যুবদলের নেতা মোঃ সাইফুল শিকদার জানান,
“রামপাল-মংলার গণমানুষের নেতা লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলামের নির্দেশেই আমরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাবেয়া বেগমের পাশে দাঁড়ানো তারই অংশ।