মো: জাহিদুল ইসলাম (জিহাদী), ক্রাইম রিপোর্টার
বরগুনায় ৫ আগস্টের আগুন ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৭ জন আসামিকে আদালত আজ (১৯ অক্টোবর ২০২৫) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বরগুনার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের একটি দোকানে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগে মুন্নি নামের এক ব্যক্তি ২৫ আগস্ট ২০২৪ তারিখে মামলা দায়ের করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং বাকিদের অব্যাহতি দেয়। কিছুদিন আসামিরা জামিনে ছিলেন। আজ বরগুনার বিচারক মো: শরীয়ত উল্লাহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে তিনজন বর্তমান ইউপি সদস্য, যারা হলেন—
1⃣ আক্তারুজ্জামান
2⃣ সোলাইমান কবির ইউনুস
3⃣ এমদাদুল হক মিলন
মামলাটি নিয়ে বরগুনা জুড়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকল আসামিই বিএনপির সক্রিয় নেতা-কর্মী।
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা না-মঞ্জুর আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপিল দাখিল করবেন।