ঢাকার ফার্মগেটে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
তাদের অভিযোগ, ব্যাটারিচালিত রিকশার কারণে ফার্মগেটে প্রতিদিন যানজট দেখা দেয় এবং পথচারী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।
এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করে পথচারীর নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা স্লোগান দেন— “রিকশা নয়, পথ চাই”, “ফুটপাত দখলমুক্ত কর”, “পথচারীর অধিকার ফিরিয়ে দাও”।