তৌহিদ ইসলাম, ঢাকা
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে ঢাকার তেজগাঁও কলেজে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে রোববার (১৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ১৬ অক্টোবর তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করেন। তারই ধারাবাহিকতায় তেজগাঁও কলেজে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার তেজগাঁও কলেজে অধ্যয়নরত ছাত্রকল্যাণ সংসদের সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
“তিস্তা আমাদের আবেগ, অস্তিত্ব আর জীবিকার নদী। তিস্তাকে বাঁচাতে এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা এই মশাল জ্বালিয়েছি।”