গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং স্পট) স্থাপনের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের পাশে সড়কের ধারে স্থাপিত ময়লার ভাগার সরিয়ে নেওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, “কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে ওই ভাগার অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।”
বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।