নোয়াখালীতে নদীভাঙন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
মোঃ আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে হাজারো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই নদীভাঙন রোধে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সুবর্ণচর উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজী মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুবর্ণচর ও হাতিয়ার নদীতীরবর্তী মানুষ নদীভাঙনের কারণে সর্বস্ব হারিয়ে দিশেহারা। বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তারা দ্রুত ব্লক ও জিও ব্যাগ নির্মাণের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।