রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল মুসলিমপাড়া থেকে চরবেষ্টিন এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটেছে। স্থানীয় বিএনপি ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম মিঠু নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন।
বিগত কয়েক বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী সীমাহীন ভোগান্তির মধ্যে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-মাটিতে চলাচল করা ছিল প্রায় অসম্ভব। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ প্রতিদিনই পড়তেন দুর্ভোগে।
স্থানীয়রা জানান, তরুণ নেতা তরিকুল ইসলাম মিঠুর উদ্যোগে রাস্তাটির সংস্কারকাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তার এ মানবিক পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে তরিকুল ইসলাম মিঠু বলেন,
“মানুষের কষ্ট দেখেই আমি নিজ অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি। রাজনীতি মানে শুধু কথা নয়—মানুষের পাশে থেকে কাজ করাই আমার উদ্দেশ্য।”
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দও তার এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।