ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহেসান কুফিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা।
শনিবার সকালে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে তিনি বাজিতপুর ও নিকলী উপজেলার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন। পথে পথে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় অংশ নেন তিনি।
এ সময় সাংবাদিকদের এহেসান কুফিয়া বলেন,
“আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার পরিবারও বিএনপি পরিবারের অংশ। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আমি জনগণের পাশে ছিলাম, এখনো আছি। দল আমার এই ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও জানান,
“যদি জনগণ তাকে নির্বাচিত করেন, তবে বাজিতপুর–নিকলীকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
স্থানীয় জনগণ জানান, এহেসান কুফিয়া সবসময় তৃণমূলের পাশে থেকেছেন, সুখে-দুঃখে তাদের সঙ্গে ছিলেন। তাদের মতে, বাজিতপুর–নিকলী আসনে তার বিকল্প কেউ নেই।