কামরুল ইসলাম, টেকনাফ:
মানবসম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন টেকনাফের বিশিষ্ট সফল ব্যবসায়ী ও সাদা মনের মানুষ সিআইপি এ.এম. জিয়াবুল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও মানবসম্প্রীতি সম্মেলন ২০২৫-এ এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ থেকে ৮ জন এই পুরস্কার অর্জন করেন, যার মধ্যে অন্যতম সিআইপি এ.এম. জিয়াবুল, আমির গ্রুপের চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক পর্যটনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেলসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও কূটনীতিকরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তিনি বলেন, “বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানবসম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।”পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সিআইপি এ.এম. জিয়াবুল বলেন,
“এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে আমি গর্বিত। বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আনন্দিত। এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে।”