নোমান আহমদ, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হিন্দু কালিপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে চারজন স্থানীয় ব্যক্তি—বানু দেবনাথ (৩২), যতিন্দ্র (৩৫), লোকনাথ (৩২) ও রুয়েল (৩০)—হাওরে মাছ ধরতে যান। এসময় হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই বানু দেবনাথের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত বানু দেবনাথ ও আহত ব্যক্তিরা সবাই অসহায় কৃষক পরিবার থেকে। মৃতের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আহতদের পরিবারেরও আয়তন সীমিত। তাই এলাকাবাসীর দাবি, নিহত ও আহত সকলের পরিবারকে সরকারিভাবে অনুদান ও সহায়তা দেওয়া হোক যাতে তারা ক্ষতিপূরণে সহায়তা পান।