মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে গত রাতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। অজ্ঞাত চোরচক্র বাজারের একটি স্বর্ণের দোকান ‘স্বর্ণের ঘর’-এর তালা ভেঙে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দোকানটি দেখতে পান। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “বাজারে রাতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটছে।”
এদিকে পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করতে বাজারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।