মোঃ মমিন আলী, স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় উৎসব মুখর পরিবেশে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা দপ্তর ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে র্যালি আয়োজন করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালি শেষে জাতীয় কন্যা শিশু দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাবিলা ফেরদৌস। অন্যান্য বক্তৃতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা’র প্রতিনিধি। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।