কুষ্টিয়ার “দৈনিক কুষ্টিয়ার খবর” পত্রিকার সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৮টার দিকে কুষ্টিয়া সনো টু এলাকার গলি থেকে তাকে প্রায় ১২-১৩ জন দুর্বৃত্ত প্রেস ক্লাবে তুলে নিয়ে নির্যাতন চালায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, তার খাদ্যনালি ছিঁড়ে গেছে এবং টানা ৬ ঘণ্টা ধরে অপারেশন করা হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
রফিকুল্লাহ কালবির স্ত্রী জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় তিনি কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন,
“মামলা নেওয়া হয়েছে, গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সাংবাদিক সমাজ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে—
“আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক; অথচ আজ সেই বিবেকের কণ্ঠরোধের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।