কামরুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় মানব পাচার চক্রের ৬ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বড় ধরনের মানব পাচারের একটি চক্র ভেস্তে যায়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাতে মিস্ত্রিপাড়ায় অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা মিয়ানমার থেকে আনা বিদেশি নাগরিকদের একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল বলে জানা গেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের দুজন পালিয়ে গেলেও বাকি ৬ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটকরা হলো—
১. শামসুন্নাহার (৩৫) – বাড়ির মালিক, স্বামী মোহাম্মদ আখের (প্রবাসী)
২. হোসনে আরা (৩১) – ২০ নং বালুখালী এফডিএমএন ক্যাম্প
৩. নুরুন্নিসা (৪৯) – ২৬ নং শালবাগান এফডিএমএন ক্যাম্প
৪. মোহাম্মদ ইসমাইল (৫০) – ২০ নং বালুখালী এফডিএমএন ক্যাম্প
৫. হারুন (৩৫) – ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প
৬. ইউসুফ আলী (৪৭) – ২৬ নং শালবাগান এফডিএমএন ক্যাম্প
পালাতক দুই আসামি হলেন— কালু মিয়া (৩৫), হাশেম মোল্লা (২৫) এবং আরও দু’জন অজ্ঞাত পাচারকারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচারকারীদের আনা মানুষদের তার বাড়িতে লুকিয়ে রাখতেন এবং পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে সরানোর পরিকল্পনা ছিল। পাচারকারীরা অবৈধভাবে আনা মানুষদের অর্থের বিনিময়ে এফডিএমএন কার্ড পেতে সহযোগিতা করত বলেও স্বীকার করেছে।
আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, “মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এ ধরনের অভিযান চলবে।”