রাকিবুল হাসান
স্টাফ রিপোর্টার (কুমিল্লা জেলা প্রতিনিধি)
একসময় অবহেলা, অনীহা আর সংকটে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া দারুল উলূম রাহেনাজাত ইসলামিয়া মাদ্রাসা। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো মাদ্রাসাটির ইতি ঘটবে।
কিন্তু ঠিক তখনই এগিয়ে আসে মাদ্রাসার কয়েকজন ছাত্র। নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে তারা শুরু করে নতুন ইতিহাস। তাদের উদ্যোগেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।
গত ২৯ সেপ্টেম্বর রাতে এক বিশেষ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রদের উদ্যোগে মাদ্রাসার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। ছাত্ররা দৃঢ় কণ্ঠে জানায়, “আমরা মাদ্রাসাকে ভালোবাসি, একে ধ্বংস হতে দেব না।”
পুরস্কারপ্রাপ্তদের হাসি ও আনন্দে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা ছাত্রদের এই উদ্যোগে মুগ্ধ হয়ে আশা প্রকাশ করেন, তাদের হাতেই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ছাত্ররা হাত তুলে প্রার্থনা করে, “হে আল্লাহ, আমাদের প্রচেষ্টা কবুল করুন, মাদ্রাসাকে দ্বীনের আলোয় পুনরায় আলোকিত করুন।”
অদম্য ইচ্ছাশক্তি, ত্যাগ আর ভালোবাসায় ছাত্রদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রমাণ করলো— পরিবর্তনের শক্তি আসে হৃদয় থেকে।