শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।
খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের করমজল খালে নদী সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির তাঁকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতির নেতৃত্বে অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তল্লাশি চালান। রাত সাড়ে ১০টার দিকে করমজল খালের গজালমারী এলাকা থেকে পানির নিচে ডুব দিয়ে সুব্রতের মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাংমারী স্টেশন থেকে সরকারি অনুমতি নিয়ে সুব্রতসহ কয়েকজন জেলে সুন্দরবনে প্রবেশ করেন। তাঁরা আমুরবুনিয়া গ্রাম থেকে হেঁটে জোংড়া এলাকায় যান এবং নদী-খাল সাঁতরে পার হন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, তিনি যেহেতু বন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করেছিলেন, তাই নিয়ম অনুযায়ী তাঁর পরিবার ৩লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে।