ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা আঞ্চলিক সড়কে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি মেছো বিড়াল সিএনজির ধাক্কায় মারা যায়। স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধানে বিড়ালটি লোকালয়ে এসে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি ধাক্কা দিলে প্রাণীটি ঘটনাস্থলেই মারা যায়।
চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সভাপতি ইউনুস মিয়া তালুকদার বলেন, “বন ও হাওরে পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ আশ্রয় না থাকায় এসব প্রাণী লোকালয়ে প্রবেশ করছে। প্রতিনিয়তই তারা সড়ক দুর্ঘটনা বা মানুষের আক্রমণে প্রাণ হারাচ্ছে। মেছো বিড়াল পরিবেশের জন্য অত্যন্ত উপকারী।”
তিনি অভিযোগ করেন, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাননি।
বিশেষজ্ঞরা জানান, মেছো বিড়াল (Fisher Cat) নিশাচর ও লাজুক স্বভাবের প্রাণী। তারা মাছ, ব্যাঙ, কাঁকড়া, পাখি ও ছোট প্রাণী খেয়ে পরিবেশের খাদ্য শৃঙ্খল বজায় রাখে এবং মৃত বা রোগাক্রান্ত মাছ খেয়ে জলাশয়ের স্বাস্থ্য রক্ষা করতেও ভূমিকা রাখে।
স্থানীয় সাংবাদিক আব্দুল জাহির মিয়া বলেন, “মেছো বিড়াল একেবারেই নিরীহ প্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম, কিন্তু মানুষের অবহেলায় এরা বিলুপ্তির পথে।”
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। সরাসরি খোঁজ নিতে পারিনি। মনে হয়, প্রাণীটি দুর্ঘটনার পর রাস্তায় পড়ে ছিল।”
পরিবেশবিদরা সতর্ক করে বলেন, বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ না থাকলে মেছো বিড়ালসহ বহু প্রজাতি অচিরেই হারিয়ে যাবে।