মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
তিনি বলেন, “পি আর নয়, জনগণ ভোট দেবে ব্যালটের মাধ্যমে। উন্নয়ন ও সুশাসনের জন্য অপরিচিত নয়, পরিচিত ব্যক্তিকেই সংসদ সদস্য হিসেবে বেছে নিতে হবে।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরুল ইসলাম খাঁন আলিম আরও জানান, “আগামী ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে। সিরাজগঞ্জ-৫ আসনে যদি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে আসি এবং আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেন, তাহলে বড়ধুল ইউনিয়নের নদীভাঙন রোধে অগ্রাধিকারভিত্তিতে বাঁধ নির্মাণ করব এবং নৌকার পরিবর্তে একটি সেতু তৈরি করব ইনশাআল্লাহ।”
জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার।
প্রধান বক্তা ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের লাবলু এবং ছাত্রনেতা আমিরুল ইসলাম।