শাজাহানপুর উপজেলা প্রতিনিধি: মোঃ ফারুক সরকার
বগুড়ার শাজাহানপুরের দীঘলকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুরগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, একটি অজ্ঞাত ট্রাকের পেছনে পাভেল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দিলে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই ট্রাক ও বাসটি সটকে পড়ে। তবে ঘটনাস্থলে পড়ে থাকা গ্লাস দেখে পুলিশ বাসটিকে পাভেল এক্সপ্রেস হিসেবে শনাক্ত করে।
এসময় বাসের পেছনে থাকা একটি নোহা মাইক্রোও ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের সহায়তায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ গুরুতর আহত হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হেলপারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে দ্রুত হাসপাতালের মর্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।