নিত্যানন্দ হালদার
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গাঁওখালি বাজারে ক্রেতাদের ভিড় এখন চোখে পড়ার মতো। সকাল থেকে রাত অবধি দোকানপাটে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে পোশাক, গহনা, প্রসাধনী, উপহার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সবাই।
দোকানিরা বলছেন, পূজার মৌসুমে বিক্রি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। নতুন জামা-কাপড় কিনতে নারী-পুরুষ ও শিশুরা পরিবার-পরিজন নিয়ে বাজারে আসছেন। বাচ্চাদের জন্য ফ্যান্সি ড্রেস, মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি ও শার্টে চলছে বিশেষ ছাড়।
এদিকে বাজারে ঢোল-ঢাকের শব্দে উৎসবের আবহ তৈরি হয়েছে। পূজামণ্ডপগুলোতে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে। সেই আনন্দের স্রোত ছড়িয়ে পড়েছে ক্রেতাদের কেনাকাটাতেও।
বিক্রেতাদের মতে, দুর্গাপূজা তাদের ব্যবসার জন্য আশীর্বাদস্বরূপ। বিক্রি বেড়ে যাওয়ায় তারা যেমন খুশি, তেমনি ক্রেতারাও উৎসবের আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বসিত।