শাজাহানপুরে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার।
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ব্রিজ মানিকদিপা ও মাছির বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টা থেকে মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ২৬টি ও কারেন্ট জাল ৭টি জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো টেঙ্গামাগুর বাজারে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও স্থানীয় জনগণ অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।