২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু সঠিক তারিখটি এখনো ঘোষণা করা হয়নি শিক্ষাবোর্ড থেকে। সম্প্রতি এসএসসি পরীক্ষার জন্য রুটিন ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তা বোর্ডের থেকে নয়। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার তারিখ ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে তবে কত তারিখ হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এসএসসি পরীক্ষা ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বলে ভুয়া রুটিন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বোর্ড এর এই খবর নয়। বোর্ডের ওয়েবসাইটে যে কোন রুটিন দেখা যায় না। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে প্রতিদিনের শিক্ষার্থীরা একদিন অধিক দিন হইলে সেই প্রতি দিনের পাঠ্য পড়তে হবে। ১১ ফেব্রুয়ারি সাত দিনের পাঠ্য পড়তে হবে। শেষ পরীক্ষা তারিখ ৫ মার্চ। সারা প্রথম সপ্তাহ পরীক্ষা চলবে।
পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে রুটিন। সারা সপ্তাহ পরীক্ষার চলতি থাকলে দিনের শিক্ষার্থীরা দুই দিনের পাঠ্য পড়তে হবে। সরকার ও বোর্ডের পক্ষ থেকে কোনো ধারণা জানানো হয়নি আগামী বছর পরীক্ষার সময়সীমা নিয়ে। এই সময়সীমায় যদি পরীক্ষা নেওয়া হয় তবে তা আগামী বছরের এপ্রিল মাসে হতে পারে। কিন্তু এ সময়সীমা ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি।
এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় জানালেও বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়া রুটিন প্রমাণিত ।
করোনা মহামারির কারণে দুই বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে তারিখ জানানো হয়েছিল। পরীক্ষা নিতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিদিনের পাঠ্য প্রস্তুতি করার নির্দেশনা দেওয়া হয়েছে।