সাতক্ষীরা: সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে। এ ঘটনায় ব্যবসায়ী হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকেলে হাজরা সাধুর মেসার্স সৃষ্টি ভাণ্ডারে অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, হাজরা সাধু ভারত থেকে অবৈধভাবে চিনি আমদানি করে দেশীয় কোম্পানি (সুবাহ চিনি) ব্র্যান্ডের মোড়কজাত করে বিক্রয় করছিলেন।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হক এবং কাস্টমসের রাজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে।
জব্দকৃত চিনির ওজন ৯ হাজার ৯৫০ কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ী হাজরা সাধুকে অবৈধ চিনি মজুদ করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।