
মুনসুর হেলালস্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস ও দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘স্থানীয় অভিযোজন উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সিসিআরবি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং ও ৪ নং ওয়ার্ডের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, পেশাজীবী প্রতিনিধি ও যুব কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে প্রস্তুতকৃত স্থানীয় অভিযোজন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন ও মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ২ নং ও ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং যুব কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিসিডিবি ও ফ্রেন্ডশিপের পক্ষ থেকে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।