
প্রতিনিধি: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোক্তার ফকির (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদরবেড়া গ্রামের নিজ বাড়ির উঠানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার ফকির মজনু ফকির ওরফে মহিউদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ির উঠানে বড় পাকিস্তানি ফ্যান দিয়ে ধানের খড় উড়ানোর কাজ শেষ করছিলেন। কাজ শেষে ফ্যানের লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করেই ফ্যানের তার হাত দিয়ে গোছানোর সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।