
কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম: কুড়িগ্রামের ফুলবাড়ী বাইতুস সালাম হিফজ মাদরাসার উদ্যোগে ২৫ জন হিফজ সম্পন্ন শিক্ষার্থীর পাগড়ি প্রদান ও ৭ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলের প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবরারুল হক আসিফ (ঢাকা)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা মোত্তালিব হোসাইন (নাগেশ্বরী) এবং মুফতি আখতার হোসাইন সরকার (ঢাকা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা মোঃ আব্দুল মালেকও উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসাইন পুরো আয়োজনের সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন। বক্তারা বলেন, কুরআন হিফজ করা সন্তান পরিবারের মর্যাদা বৃদ্ধি করে এবং সমাজে শান্তি ও নৈতিকতা ছড়িয়ে দেয়। শেষত মাাহফিলের সমাপ্তি দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঘোষণা করা হয়।