ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে লিটন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। সে শ্রীরামপুর গ্রামের আজিজুর হোসেনের ছেলে। আহতদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে একটি মারামারির ঘটনা, যেটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দাবাড়িয়া ইউপির শ্রীরামপুর গ্রামে ঘটেছে।
শ্রীরামপুর গ্রামের সাবেক মহিলা মেম্বার রেহেনা খাতুনের ছাগল প্রতিবেশী মজনু হোসেনের কলাই ক্ষেত খায়। মজনু ছাগল মালিককে গালি-গালাজ করার পর ঘটনা ঘটে। মজনু একি গ্রামের বাজারে মহিলা মেম্বারের স্বামী আহম্মেদ ও ছেলেদের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়।
এ সময় চাচাত ভাই মজনুকে মারধর করে হয়েছে শুনে চায়ের দোকানে বসে থাকা লিটন। লিটন এগিয়ে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থা হয়। তারপরেই তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে চিকিৎসকের মন্তব্য অনুযায়ী। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম জানিয়ে দিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।