প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৪, ৮:২১ পূর্বাহ্ণ
০১৭ কোন সিমের কোড? 017 which operator in bd
০১৭ কোন সিমের কোড?
০১৭ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম কোড। গ্রামীণফোন ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ০১৭ সিম কোড চালু করে। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ১5 কোটি।
০১৭ সিমের সুবিধা:
- ০১৭ সিম ব্যবহারকারীরা গ্রামীণফোনের সকল অফার এবং সুবিধা উপভোগ করতে পারেন।
- ০১৭ সিম ব্যবহারকারীরা গ্রামীণফোনের বিস্তৃত নেটওয়ার্কের আওতায় রয়েছেন।
- ০১৭ সিম ব্যবহারকারীরা গ্রামীণফোনের সহজলভ্য মূল্য নির্ধারণের সুবিধা পান।
০১৭ সিমের অসুবিধা:
- ০১৭ সিম ব্যবহারকারীদের ০১৬, ০১৯, ০১৮ সিম ব্যবহারকারীদের তুলনায় কিছুটা বেশি মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ডেটার মূল্য দিতে হয়।
০১৭ সিমের জন্য যোগাযোগ:
গ্রামীণফোনের গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করে আপনি ০১৭ সিমের সাথে সম্পর্কিত যেকোনো তথ্য এবং সহায়তা পেতে পারেন। গ্রামীণফোনের গ্রাহক সেবা কেন্দ্রের নম্বর হলো ১২১।
© All rights reserved 2023 Amar Sokal