
বরিশাল, বিশেষ প্রতিনিধি: আশরাফুদ্দীন আল আজাদ
বরিশালের বেলস পার্কে লাখো মানুষের উপস্থিতিতে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামপন্থীদের ক্ষমতায় সুযোগ দেয়ার আহ্বান জানান। তিনি ফ্যাসিবাদ, দুর্নীতি ও দুনিয়ার মোহ ত্যাগের বার্তা দেন।
পীর সাহেব বলেন, “আজকের সমাবেশ থেকে আমি বিশেষ করে ক্ষমতা প্রেমিক ও দুর্নীতিবাজদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জায়গা বাংলার মাটিতে থাকবে না। যারা দেশের অর্থ পাচার করেছে, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত, তাদের পরিবর্তন হতে হবে। আমরা সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “পীর সাহেব শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি এদেশে ইসলাম প্রতিষ্ঠার মহাবীর। আমরা কুরআনের আইন অনুসারে ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করতে চাই এবং সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিলের জন্য ঐক্যবদ্ধ।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ। তারা দেশের সকল স্তরের মানুষের শান্তি, স্বাধীনতা ও ন্যায্য সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বে গুরুত্বারোপ করেন।