হবিগঞ্জ ( মাধবপুর প্রতিনিধি )
ফোরকান উদ্দিন রোমান
৮ কেজী গাজা সহ এক আসামী আটক করেছে পুলিশ হবিগঞ্জের মাধবপুরে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) দুপুরে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির আই সি নূর মোহাম্মদের দিকনির্দেশনা এস আই সোহেল এর নেতৃত্বে এ এস আই গোলাম কিবরিয়া সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ পুলিশ গ্রেফতার করেছে এক জন কে ,আটকৃত হল মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর দিঘীরপাড় গ্রামের পিতা মৃত : গোরফান মিয়া ছেলে মিজানুর রহমান শিপন উরুপে কালু (২৫)
পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মিজানুর রহমান শিপন ওরুপে কালু মিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।