৭ নভেম্বরেই জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান — আখাউড়ায় আলোচনা
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলিম উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান ঘটে এবং পরবর্তীতে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, “জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই আমরা বিএনপির রাজনীতি করি।”
শুক্রবার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালী শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হলে দলের সকল নেতা-কর্মীদের মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য থাকলে প্রতিপক্ষ সুযোগ নিয়ে নিবে। শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানও আমাদের ঐক্যের বার্তা দিয়েছেন।”
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমেই জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই ঘটনাই বিএনপি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে দেয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া প্রমুখ।
এর আগে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে উপস্থিত হন।