
প্রতিনিধি: ইমদাদুল হক মৃদুল
আগামী ৭ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিতব্য কমিশন সভার পর যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কমিশন পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।
ইসি সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে মাঠপর্যায়সহ সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
তফসিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল ঘোষণার পর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে। একইসঙ্গে তফসিলেই নির্ধারণ করা হবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ।