
আমার সকাল ২৪ মাহাফুজুর রহমান, ঢাকা
ঢাকা: ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আজ ১০ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি আয়োজন করেছিল International Human Rights Protection & Dispute Resolution Centre (IHPDRC), Central Branch, Dhaka। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সাদা পোশাক ও লাল-সবুজ ক্যাপ পরিধান করে মানবাধিকার রক্ষার আহ্বান জানান। এ বছরের প্রতিপাদ্য ছিল—“মানবাধিকারের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয় (Our Daily Needs)।”
উপস্থিত বক্তারা মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষাকে সমাজ উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
র্যালিটি শহীদ মিনার এলাকা প্রদক্ষিণের মাধ্যমে সমাপ্ত হয়।